Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অটো মেকনিক্স (নিয়মিত)

ট্রেডের নাম : অটো মোটিভ।
কোর্সের নাম : অটো মেকনিক্স (নিয়মিত)
আসন সংখ্যা: ৪০ টি।
ভর্তির সময়: প্রতি ৩ মাস অন্তর অন্তর ( মার্চ, জুন, সেপ্টেম্বর,  ডিসেম্বর)। 
কোর্স ফি : ৪৮/- টাকা ।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক BNQF পরীক্ষার নির্ধারিত ফি এসেসমেন্টের পূর্বে জমা দিতে হবে।

কোর্সের মেয়াদ: ৩ মাস।
বয়স : ১৭-৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম ৮ম শ্রেণি/সমমান পাশ।
ক্লাসের সময় : সকাল ৯.০০ টা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত।
সাপ্তাহিক ক্লাস : সপ্তাহে ৫দিন (শুক্র ও শনিবার বন্ধ)।

ভর্তি  : আমি প্রবাসি অ্যাপস এর মাধ্যমে অথবা www.sttc.sylhetdiv.gov.bd অথবা  সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১০৪ নং কক্ষ।

সংযুক্তি:

         

         ১।৮ম শ্রেণি/সমমান পাশের সনদপত্রের ফটোকপি -০১ কপি।

         ২। সদ্যতোলা পাসপোর্ট সাইজের  ছবি -৩ কপি ।

         ৩। জাতীয় পরিচয় পত্র/ জন্মনিবন্ধন সনদপত্র / নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি -০১ কপি।