সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংক্ষেপে সিলেট টিটিসি একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বহুমুখী বাস্তব ও কর্মমুখী শিক্ষা প্রদান করা হয়। প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো'র অধীন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন মেয়াদী কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। কোর্স শেষে যাতে করে ছাএ-ছাএীরা একটি সরকারি সার্টিফিকেট অর্জন করতে পারে, বেকার এবং শিক্ষিত জন গোষ্ঠীকে জন সম্পদে রুপান্তর করা, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করাই আমাদের লক্ষ্য।
বিদেশ গমনেচ্ছু এবং বেকার, হতদরিদ্র, সুবিধা বঞ্চিতদের আবেদন যাচাই বাছাইয়ান্তে সঠিক থাকলে প্রশিক্ষণ প্রদান করা হয়। স্বল্প মেয়াদী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান- কোর্সের নাম ঃ কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, আইটি সার্পোট ,ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, অটোমেকানিক্স, ড্রাইভিং, ক্যাটারিং দি প্রফেশনাল শেফ, লেভেল-১ ও ২ (City&Guilds), মোবাইল ফোন সার্ভিসিং , ইংরেজী ও কোরিয়ান ভাষা শিক্ষা ,হাউজ কিপিং (মহিলা) স্বনির্ভর কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হয়।
কম্পিউটার অপারেশন, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, অটোমেকানিক্স, ড্রাইভিং(অটোমেকানিক্স) নিয়মিত কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিদেশগামীদের স্মার্টকার্ড প্রাপ্তি এবং অধিকতর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ০৩ দিনের প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্স শেষে সনদ প্রদান করা হয়।
অত্র মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অর্থায়নে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্সকোর্স পরিচালনা এবং বিআরটিএ হতে লাইসেন্স এর ব্যবস্থা করা। কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন , আইটি সাপোর্ট, ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, মেসন ,ফুড প্রিপারেশন অ্যান্ড কুকিং (City&Guilds) প্রশিক্ষণ কোর্স পরিচালনা এবং বেকার, হতদরিদ্র সুবিধাবঞ্চিত, এতিম, ক্ষদ্র নৃগোষ্ঠীসহ সমাজের পিছিয়ে পড়াদের জন্য প্রশিক্ষণ প্রদানসহ কর্মসংস্থান এর ব্যবস্থা করা এবং প্রশিক্ষণকালীন সময়ে যাতায়াত ভাতা প্রদান করা হয়।
কোন পেশায় দক্ষতা আছে কিন্তু সনদ নাই এরকম দক্ষ লোকদের RPL(পূর্ব অভিজ্ঞতা স্বীকৃতি) এর আওতায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)কর্তৃক আইটি সাপোর্ট, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, অটো মেকানিক্স, কনজ্যুমার ইলেকট্রনিক্স, কুকিং, মেসন ,প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং, মোবাইল ফোন সার্ভিসিং ,গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এ্যান্ড মেইনটেন্যান্স(সিভিল কনস্ট্রাকশন), মোটর সাইকেল সার্ভিসিং, সোলার ইলেকট্রিক্যাল সিস্টেম কোর্সে RPL সনদ প্রদান করা হয়।
ইলেকট্রিক্যাল ট্রেড - মোটর, ফ্যান রিওয়ান্ডিং, হাইজ ওয়্যারিং, ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং, ব্যাটারী ও সোলার প্যানেলের কাজ শেখানো হয়।
রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ট্রেড - সব ধরনের রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশন, ডাকটিং সিস্টেম, হিউমিডিফায়ার, ডিহিউমিডিফায়ার মেরামত ও রক্ষনাবেক্ষনের কাজ শেখানো হয়।
ইলেকট্রনিক্স ট্রেড- সব ধরনের মোবাইল ফোন, টেলিভিশন, ডিভিডি, ভিসিডি প্লেয়ারের মেরামত ও রক্ষনাবেক্ষনের কাজ শেখানো হয়।
অটোমোটিভ ট্রেড- সব ধরনের গাড়ির ইঞ্জিন, ব্রেক, সাসপেনশন, স্টিয়ারিং সিস্টেম, ট্রাসমিশন সিস্টেম ইত্যাদি মেরামত ও রক্ষনাবেক্ষনের কাজ শেখানো হয়।
কম্পিউটার অপারেশন ট্রেড- গ্রাফিক ডিজাইন, আইটি সাপোর্ট, ফ্রিল্যান্সিং, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ সকল ধরণের কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ শেখানো হয়।
ক্যাটারিং ট্রেড- ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী City&Guilds -UK কতৃক পরিচালিত আর্ন্তজাতিক মানের ফুড প্রিপারেশন অ্যান্ড কুকিং লেভেল-১ ও ২ শেফ কোর্সটি চালু রয়েছে। বর্তমান বিশ্বে শেফদের প্রচুর চাহিদা থাকায় আধুনিক বিশ্বের বিভিন্ন স্ট্যান্ডার্ড অনুসরণ করে সময় উপযোগী প্রশিক্ষণ প্রদান করা হয়। বিশেষ করে হাইজিন ও ফুড সেফটি কে গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে বাংলাদেশের বিভিন্ন তারকা হোটেলে বাস্তব প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস