ট্রেডের নাম : অটোমোটিভ।
কোর্সের নাম : ড্রাইভিং (SEIP)
ভর্তির সময়: এপ্রিল , আগষ্ট ও ডিসেম্বর।
কোর্স ফি : ফ্রি, পেশাদারী লাইসেন্স সহ ।
কোর্সের মেয়াদ: ৪ মাস ।
বয়স : ১৮-৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেনি/সমমান পাশ ।
সংযুক্তি:
১। ৮ম শ্রেনি/সমমান পাশের সনদপত্রের সত্যায়িত কপি।
২। সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৩। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।
৪। নাগরিকত্বের সত্যায়িত সনদপত্র (ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার/ওয়ার্ড কমিশনার কর্তৃক।)
শর্তাবলী:
১। আবেদনকারিকে অবশ্যই ড্রাইভিং পেশায় আগ্রহী হতে হবে ।
২। জাতীয় পরিচয়পত্র (NID) বাধ্যতামূলক থাকতে হবে।
৩। প্রার্থীর দৃষ্টি শক্তি ও স্বাস্থ্য অবশ্যই ভাল হতে হবে (কালার ব্লাইন্ডদের আবেদন করার প্রয়োজন নেই ) ।
৪। এ প্রশিক্ষণে প্রার্থীকে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য কোন ফি প্রদান করতে হবে না।
৫। মহিলা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বেকারদের অগ্রাধিকার প্রদান করা হবে।
৬। ক্লাশে নূন্যতম ৮০% উপস্থিত থাকতে হবে।
৭। ইংরেজী ও আরবি ভাষার ক্লাশ অর্ন্তভূক্ত রয়েছে।
৮। ইতিপূর্বে যারা বাংলাদেশের যেকোন প্রতিষ্ঠানে যেকোন অকুপেশনে SEIP এর অধীণে কোর্স করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই ।
৯। প্রশিক্ষণ শেষে বিআরটিএ কর্তৃক গৃহিত পরিক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়।
১০।অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
১১। এই ভর্তি বিজ্ঞপ্তি সম্পূর্ণ বাতিল পরিবর্তন এবং সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস