Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাফিক্স ডিজাইন (SEIP)

ট্রেডের নাম : কম্পিউটার অপারেশন।

কোর্সের নাম : গ্রাফিক্স ডিজাইন (SEIP)
ভর্তির সময়: এপ্রিল, আগষ্ট ও ডিসেম্বর।

 কোর্স ফি : ফ্রি ।
কোর্সের মেয়াদ: ৪ মাস  ।

 বয়স : ১৮-৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পাস এবং NTRC অনুমোদিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। ।

ভর্তি  : www.sttc.sylhetdiv.gov.bd  এই ওয়েব সাইটে-ভর্তি আবেদন (অনলাইনে) লিঙ্কে আবেদন করতে করে নির্ধারিত তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জমা দিতে হবে।


সংযুক্তি:

         ১।  এস. এস. সি/সমমান এবং NTRC অনুমোদিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সের সনদপত্রের সত্যায়িত কপি।

         ২। সদ্যতোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

        ৩। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।

         ৪। নাগরিকত্বের সত্যায়িত সনদপত্র (ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার/ওয়ার্ড কমিশনার কর্তৃক।)

শর্তাবলী:
১।  এই ভর্তি বিজ্ঞপ্তি সম্পূর্ণ বাতিল পরিবর্তন এবং সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
২।  জাতীয় পরিচয়পত্র (NID) বাধ্যতামূলক থাকতে হবে।
৩।  কোর্স সম্পন্ন করার পর চাকুরীতে যোগদান করতে হবে।
৪।  মহিলা, প্রতিবন্ধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বেকারদের অগ্রাধিকার প্রদান করা হবে।
৫।  ক্লাশে নূন্যতম ৮০% উপস্থিত থাকতে হবে।
৬।  অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

৭।  ইতিপূর্বে যারা বাংলাদেশের যে কোন প্রতিষ্ঠান থেকে SEIP এর অধীন যে
      কোন কোর্স করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।
৮।  যে কোন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নাই।