Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

দেশের বেকার যুব সমাজকে মানব সম্পদে রূপান্তর করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের জন্য নতুন নতুন ট্রেড চালু করনের মাধ্যমে সিলেট  কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানে ১। ডিজেল/অটোমেকানিক্স ট্রেড ২। রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং  ট্রেড ৩। ইলেকট্রিক্যাল ট্রেড ৪। ইলেকট্রনিক্স (রেডিও এন্ড টিভি) ট্রেড ৫। ক্যাটারিং (দি প্রফেশনাল শেফ) ট্রেড ও ৬। কম্পিউটার অপারেশন ৬ (ছয়) টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

এখানে নতুন শিক্ষানীতি অনুযায়ী, এস, এস, সি (ভোকেশনাল) শিক্ষাক্রম নবম ও দশম শ্রেণীতে ছাত্র- ছাত্রী পড়াশুনার সুযোগ রয়েছে।

 

যুগের চাহিদা, সময়ের দাবি  ও ছাত্র/ছাত্রীদের প্রয়োজন অনুযায়ী আরো কিছু ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এগুলো হলো ১। কম্পিউটার গ্রাফিক্স এন্ড ডিজাইন ২। ড্রাইভিং সহ অটোমেকানিক্স ও  ০২ (দুই) মাস মেয়াদী ড্রাইভিং কোর্স , হাউজ কিপিং (মহিলা), প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন, ১২টি অকুপেশনে RPL, SEIP কোর্স  ইত্যাদি।

 

প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য অত্র প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড, স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় জানা যাবে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক সিলেবাস অনুযায়ী  শর্ট কোর্স প্রশিক্ষণ দেওয়া হয়।

 

বাংলাদেশ কারিগরি  শিক্ষা বোর্ডের শিক্ষা নীতি অনুযায়ী  এস.এস.সি (ভোক) পড়াশুনা করানো হয়।

বিদেশ গামী ব্যক্তিদের শর্ট কোর্সের ভর্তির জন্য অগ্রাধিকার দেওয়া হয়।

এছাড়া দরিদ্র অবহেলিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও সমাজের পড়াশুনায় ঝড়ে পড়া ব্যক্তিদের প্রশিক্ষণে অগ্রাধিকার দেওয়া হয়।

 

প্রশিক্ষণ শেষে বিএমইটি মহাপরিচালক স্বাক্ষরিত সনদপত্র দেওয়া হয় এবং  চাকুরীর তথ্য বিষয়ে সার্বিক সহযোগীতা করা হয়।

 

শর্ত সাপেক্ষে ভর্তি প্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মাসিক হারে বৃত্তি প্রদান করা হয়।

 

বই পুস্তক ও শিক্ষা সামগ্রী বিনা মূল্যে দেওয়া হয়।

প্রশিক্ষণ কালীন সময়ে ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম পরিধান করতে হয়।

ছাত্র-ছাত্রীদের অত্র প্রতিষ্ঠানে হোষ্টেলের  ব্যবস্থা নেই।

প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অত্র প্রতিষ্ঠানের  অধ্যক্ষ,উপাধ্যক্ষ ও অত্র প্রতিষ্ঠানের প্রশিক্ষণ শাখায় যোগাযোগ করতে বলা হলো।