Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহের ০৩ (তিন) বছর প্রধান অর্জন সমূহঃ
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক প্রদত্ত বিভিন্ন কার্যক্রম যথা--(1) CBT&A (RPL), (2) SEIP, (3)English Language, (4) Orientation Course, (5) House Keeping, (6) Driving (7) Outsourcing (8) Catering (The Professional Chef) Level-1  (9) City & Guilds অধীনে Food  Preparation and Cooking Level-1 (10) Diploma in Food  Preparation and Cooking Level-2  এবং (11) BTEB এর অধীনে ০২ বছর মেয়াদী এসএসসি (ভোকেশনাল) কোর্স যাহা সফলতার সহিত  পরিচালিত হচ্ছে। অত্র কেন্দ্রের মাধ্যমে দেশে-বিদেশে চাকুরীর চাহিদা অনুযায়ী মোট ৪০টি কোর্সে  উন্নত  প্রশিক্ষণ প্রদান করা হয় এবং বাৎসরিক উত্তীর্ণ প্রশিক্ষার্থীর সংখ্য ২০১৭ সনে ৪৬৮৫০ জন, ২০১৮ সনে ৩৯৭৪৩ জন ও ২০১৯ সনে ২৭৫০৩ জন।

 

  • স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) এর আওতাভুক্ত অত্র কেন্দ্রের ৮টি কোর্সে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। প্রশিক্ষণার্থীদেরকে ফ্রি ভর্তিসহ ক্লাসে উপস্থিতির হার অনুযায়ী বৃত্তি প্রদান করা হয়।
  •  গৃহকর্মী পেশায় বিদেশ গমনেচ্ছু নারীকর্মীদের ৩০ দিন মেয়াদী হাউজকিপিং প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ গ্রহণ করে কর্মী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রেরণ করা হচ্ছে।
  •  বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদনকৃত সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র RPL এসেসমেন্ট সেন্টার হিসাবে অর্ন্তভূক্ত ।
  •  অত্র কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বর্তমানে শান্তিপূর্ণ সহঅবস্থান বিদ্যমান যা প্রতিষ্ঠানের সামগ্রিক মান উন্নয়নে সহায়ক।